Tuesday 10 June 2014

নোকিয়া সিমবিয়ান মোবাইল দিয়ে শিখুন ওয়েব ডিজাইন [পর্ব-১]


সিমবিয়ান মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন?অনেকে হয়ত শুনেই অবাক হবেন!এটা কিভাবে সম্ভব?
ভাই,সম্ভব!আমি শিখেছি।আপনিও পারবেন।
আমি এরকম অনেককেই দেখেছি যাদের ওয়েব ডিজাইনে প্রচন্ড আগ্রহ আছে কিন্তু পিসি নেই বলে শিখতে পারছেন না।বিশেষ করে আমার মত গ্রামের ছেলে যারা আছেন।আমি জানি,একটা নিম্নবিত্ত পরিবারে বাস করে যেখানে একটা মোবাইল কেনাই কষ্টের ব্যাপার সেখানে পিসি কেনা স্বপ্নের মত!
কিন্তু এখন আপনি একটা সিমবিয়ান 3rd editon or higher editoner একটা মোবাইল ম্যানেজ করলেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন।আমি Nokia N73 ব্যাবহার করে প্রথম ওয়েব পেজ ডিজাইন করেছিলাম।নকিয়া 3rd edtion or higher editoner এর ফোন গুলোতে ডিফল্ট ভাবে দুইটা ইন্টারনেট ব্রাউজার থাকে।একটা Service নামে এবং অন্যটি Web (এটি দিয়ে ডেক্সটপ ব্রাউজারের মত ব্রাউজ করা যায়।এটি আমাদের কাজে লাগবে) নামে।অ্যাড্রয়েড আসাতে এখন সিমবিয়ান সহজলভ্য।1000-1500 টকার মধ্যে আপনি পুরোনো সিমবিয়ান কিনতে পারবেন।

কিছু কথা

শুরুতেই আমি আমার জীবনের কিছু কথা বলে নিতে চায় যেটা ওয়েব ডিজাইন রিলেটেড এবং এটা নতুনদের উত্‍সাহ যোগাবে আশাকরি।
গ্রামে জন্মেও আর দশটা সাধারণ ছেলের মত করে আমি বেড়ে উঠিনী।যেখানে ওরা সারাদিন হৈ-হুল্লা,ছোটাছুটি,খেলাধুলা নিয়ে থাকত,সেখানে আমি একাকী চুপ চাপ থাকতাম।তেমন কারো সাথে মিশতাম না।প্রযুক্তির প্রতি আমার প্রচন্ত আগ্রহ এবং কৌতুহল ছিল।
2012 সালের মাঝামাঝি সময়ে টেকটিউনস এর মাধ্যমে প্রথম ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে পারি।কিন্তু এটা আসলে কি বুঝতাম না।এর কিছুদিন পর ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করি এবং এর সাথে সংযুক্ত html ও css সম্পর্কে জানতে পারি।এর আগে যখন নেট ব্রাউজ করতাম তখন খুব কৌতুহল হত যে,ওয়েব সাইট কিভাবে বানায়!
একদিন google এ html tutorial লিখে সার্চ দিলাম এবং w3school এর সাথে পরিচিত হলাম।ওখানে অনলাইন এডিটরের মাধ্যমে প্রথম কোড এডিট করা শুরু করলাম।w3school এর মাধ্যমে html এর ট্যাগ গুলোর সাথে পরিচিত হলাম কিন্তু তেমন কিছু বুঝতে এবং প্রকৃত ওয়েব ডিজাইনের স্বাদ অনুভব করতে পারছিলাম না।
যতগুলো টিউটোরিয়াল পড়ছিলাম সবখানে পিসি দিয়ে ওয়েব পেজ ডিজাইনের পদ্ধতি দেখানো হচ্ছিল।এ অবস্থায়,আমার খুব খারাপ লাগছিল এই ভেবে যে আমার তো পিসি নেই কেনাও সম্ভব নয় তাহলে কি আমি শিখতে পারবনা!কিন্তু ছোটবেলা থেকে আমার প্রচুর ধৈয্য ছিল এবং সমস্যায় পড়লে বিকল্প কিছু করার চেষ্টা করতাম এবং শেষমেশ সমাধান করেই ফেলতাম।
কিছু দিন শুধু ভেবেই কাটালাম যে মোবাইল দিয়ে কিছু একটা ব্যাবস্থা করা যেতে পারে কিনা!কয়েক দিন ধরে দিন রাত ভাবার পর অবশেষে মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শেখার পদ্ধতি আবিষ্কার করে ফেললাম।এরপর আনন্দের সাথে html এর tag গুলো প্র্যাকটিস করতে থাকলাম কিন্তু গাইড লাইনের অভাবে কিছুতেই একটা পরিপূর্ণ ওয়েব পেজ ডিজাইন করতে পারছিলাম না।
এরকম অবস্থায় 2012 সালের শেষের দিকে ফেসবুকের মাধ্যমে রাসেল ভাই এর আর.আর.ফাউন্ডেশন এর সাথে পরিচিত হলাম এবং ওনার ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে জানলাম।কিন্তু যেখানে 23.50 টাকা দিয়ে 25MB কিনে নেট ব্যাবহার করি সেখানে এত বড় টিউটোরিয়াল নামাবো কিভাবে আর তাছাড়া HD ফরমটের টিউটোরিয়াল আমার ফোনে তো চলবেনা।কি করব?আবার সমাধান বের করে ফেললাম,online-convert.com এর মাধ্যমে টিউটোরিয়াল টি সব থেকে লো কোয়ালিটিতে ফরমেট করে নামালাম।সাইজ হল 15 মেগাবাইট।ওনার ভিডিও টিউটোরিয়াল দেখতে লাগলাম কিন্তু কোড মোটেই বোঝা যাচ্ছিল না।কিন্তু রাসেল ভাই এর উপস্থাপন টা খুব সুন্দর এবং সহজ ছিল।আমি উনার কথা গুলো শুনতে শুরু করলাম এবং কোড লিখতে শুরু করলাম।পরিশেষে ব্রাউজারে ওপেন করে দেখলাম আমি আমার জীবনের প্রথম ওয়েব পেজ তৈরী করতে পেরেছি এবং সেটা মোবাইল (Nokia N73) দিয়েই।সেদিনের সেই আনন্দ-ময় মুহুর্তটা আমি সারাজীবনেও ভূলতে পারবোনা।

প্রয়োজনীয় টুলস

হয়ত অনেক ফালতু বকবক করলাম!যাহোক,এবার চলুন জেনে নেওয়া যাক প্রয়োজনীয় টুলস গুলো সম্পর্কে যেগুলো আমাদের ওয়েব পেজ ডিজাইনে কাজে লাগবে।
  • Xplore-এটি সিমবিয়ান ব্যাবহারকারী দের জন্য খুব প্রয়োজনীয় একটি অ্যাপস।না থাকলে এখানে থেকে নামিয়ে নিন।
  • SIC_FTP-এটি একটি FTP অ্যাপস।যেটা ওয়েব সার্ভারে ফাইল আপলোডের জন্য কাছে লাগবে।এখান থেকে নামিয়ে নিন।
উপরের অ্যাপস দুইটা দিয়ে আমরা ওয়েব পেজ ডিজাইন এবং সার্ভারে আপলোড করতে পারব।একদম টেনশন নিবেন না,আপনি পারবেন।আমি আছি আপনার সাথে।
আজ এ পর্যন্ত।মোবাইল দিয়ে আর লিখতে পারছিনা।আগামী পর্বে থাকছে সিমবিয়ান দিয়ে প্রথম ওয়েব পেজ ডিজাইন।সেই অব্দি ভাল থাকুন

Wapka দিয়ে মনের মত Wap সাইট বানাই [পর্ব-০৪]


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আমি আপনাদেরে জন্য অত্যান্ত ভিন্ন কিছু নিয়ে হাজির হলাম ।
এতক্ষনে আসা করি আপনারা বুঝে গেছেন টিউন কোন বিষয়ের উপর। ঠিক তাই আপনারা যাই ভাবচেন আমি ওয়াপকার নিয়ে ধারাবাহিক ভিডিও টিটোরিয়াল প্রকাশ । আমি ভিডিও টিটোরিয়াল বানানো তে অবশ্ত্য নই । তাই প্রথমে বলে রাখি এখানে আমার ভুলত্রুটি হতে পারে । আসা তা ক্ষমা এর দৃষ্টিকোণ থেকে দেখবেন ।  আমার টিটোরিয়াল গুলো কেমন হচ্ছে তা মন্তব্য জানাবেন ।
এবার সবাই স্বাগতম জানাচ্ছি আমার ৪ ওয়াপকা ভিডিও টিটোরিয়াল টি দেখার জন্য ।
এই পূবে যা যা থাকবে দেখে এক নজরে দেখে নিন ... স্কিনসট দেখুন

ভিডিওগুলো  তৈরী করা হয়েছে HD Format এ ।আশা করি কোডগুলে দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না ।।।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ।।।।
ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন

Wapka দিয়ে মনের মত Wap সাইট বানাই [পর্ব-০৩]


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আমি আপনাদেরে জন্য অত্যান্ত ভিন্ন কিছু নিয়ে হাজির হলাম ।
এতক্ষনে আসা করি আপনারা বুঝে গেছেন টিউন কোন বিষয়ের উপর। ঠিক তাই আপনারা যাই ভাবচেন আমি ওয়াপকার নিয়ে ধারাবাহিক ভিডিও টিটোরিয়াল প্রকাশ । আমি ভিডিও টিটোরিয়াল বানানো তে অবশ্ত্য নই । তাই প্রথমে বলে রাখি এখানে আমার ভুলত্রুটি হতে পারে । আসা তা ক্ষমা এর দৃষ্টিকোণ থেকে দেখবেন ।  আমার টিটোরিয়াল গুলো কেমন হচ্ছে তা মন্তব্য জানাবেন ।
এবার সবাই স্বাগতম জানাচ্ছি আমার ৩য় ওয়াপকা ভিডিও টিটোরিয়াল টি দেখার জন্য ।
এই পূবে যা যা থাকবে দেখে এক নজরে দেখে নিন ... স্কিনসট দেখুন

ভিডিওগুলো  তৈরী করা হয়েছে HD Format এ ।আশা করি কোডগুলে দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না ।।।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ।।।।
ইউটিউব লিংক : 
এখানে ক্লিক করুন

Wapka দিয়ে মনের মত Wap সাইট বানাই [পর্ব-০২]


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আমি আপনাদেরে জন্য অত্যান্ত ভিন্ন কিছু নিয়ে হাজির হলাম ।
এতক্ষনে আসা করি আপনারা বুঝে গেছেন টিউন কোন বিষয়ের উপর। ঠিক তাই আপনারা যাই ভাবচেন আমি ওয়াপকার নিয়ে ধারাবাহিক ভিডিও টিটোরিয়াল প্রকাশ । আমি ভিডিও টিটোরিয়াল বানানো তে অবশ্ত্য নই । তাই প্রথমে বলে রাখি এখানে আমার ভুলত্রুটি হতে পারে । আসা তা ক্ষমা এর দৃষ্টিকোণ থেকে দেখবেন ।  আমার টিটোরিয়াল গুলো কেমন হচ্ছে তা মন্তব্য জানাবেন ।
এবার সবাই স্বাগতম জানাচ্ছি আমার ২য় তম ওয়াপকা ভিডিও টিটোরিয়াল টি দেখার জন্য ।
এই পূবে যা যা থাকবে দেখে এক নজরে দেখে নিন ...
  • ওয়াপকার এর শুরু অপশন এর কাজ.
  • তাদের নিয়ে বিস্তারিত আলোচান
  • এহার সুবিধা?
  • আরো অনেক কিছু ?
ভিডিওগুলো  তৈরী করা হয়েছে HD Format এ ।আশা করি কোডগুলে দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না ।।।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ।।।।

ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন  

Wapka দিয়ে মনের মত Wap সাইট বানাই [পর্ব-০১]


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আমি আপনাদেরে জন্য অত্যান্ত ভিন্ন কিছু নিয়ে হাজির হলাম ।
এতক্ষনে আসা করি আপনারা বুঝে গেছেন টিউন কোন বিষয়ের উপর। ঠিক তাই আপনারা যাই ভাবচেন আমি ওয়াপকার নিয়ে ধারাবাহিক ভিডিও টিটোরিয়াল প্রকাশ । আমি ভিডিও টিটোরিয়াল বানানো তে অবশ্ত্য নই । তাই প্রথমে বলে রাখি এখানে আমার ভুলত্রুটি হতে পারে । আসা তা ক্ষমা এর দৃষ্টিকোণ থেকে দেখবেন ।  আমার টিটোরিয়াল গুলো কেমন হচ্ছে তা মন্তব্য জানাবেন ।
এবার সবাই স্বাগতম জানাচ্ছি আমার ১ম ওয়াপকা ভিডিও টিটোরিয়াল টি দেখার জন্য ।
এই পূবে যা যা থাকবে দেখে এক নজরে দেখে নিন ...
  • ওয়াপকা কি?
  • ওয়াপকা দিয়ে কি করা যায়?
  • এহার সুবিধা?
  • কিভাবে ওয়াপকাতে রেজিষ্টেশন করতে হয় ?
  • আরো অনেক কিছু ?
ভিডিওগুলো  তৈরী করা হয়েছে HD Format এ ।আশা করি কোডগুলে দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না ।।।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ।।।।

ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন  


পেঙ্গুইন পাখি সম্পর্কে কিছু কথা


পেঙ্গুইন সব থেকে জনপ্রিয় এবং পছন্দের একটি পাখি সারা পৃথিবীর মানুষের কাছে এবং প্রায় আমাদের কাছা কাছি বলতে শুধু চিড়িয়াখানাতে, একুরিয়ামে বা মেরিন পার্কে দেখতে পাওয়া যায়। এরা প্রচন্ড ঠাণ্ডা পরিবেশে -৪৫ ডিগ্রী তাপ মাত্রায় বসবাস করতে অভ্যস্ত । কিছু কিছু জিনিস যেগুলো পেঙ্গুইনকে অন্য প্রানী থেকে আলাদা করেছে ।
১. পৃথিবীতে ১৮ প্রজাতির পেঙ্গুইন আছে এবং এদের কিছু কিছু প্রজাতির পেঙ্গুইন সম্ভাব্য ৫ প্রজাতির পেঙ্গুইন বিলুপ্ত প্রায়।
২. পেঙ্গুইন সাধারণত পাওয়া যায় দক্ষিণ গোলাধে পাওয়া যায় । এছাড়া আন্টারটিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজ ল্যান্ড এবং অনেক ছোট ছোট দ্বীপে এবং দক্ষিণ প্রশান্ত মহা-সাগরে দেখা যায়।
৩. গ্যালাপেগ্যস দ্বীপে কিছু বিরল প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায় ।
৪. পেঙ্গুইনরা মিলিয়ন বছর আগে তাদের উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু তাদের শক্তিশালী পাখনা গুলো এবং তাদের মসৃণ শরীর তাদেরকে দক্ষ সাঁতারু হিসাবে তৈরি করেছে। এরা পাখিদের মধ্য খুব দ্রুত সাঁতার কাটতে পারে এবং পানির অনেক গভীর পর্যন্ত যেতে পারে।
৫. এরা ঘন্টায় ২০ মাইল বা ৩২ কি.মি বেগে সাঁতার কাটতে পারে । খাবারের খোঁজে বা অনেক সময় অনন্দের জন্য ডুব দেয় । এদের প্রধাণ খাবার সামুদ্রিক মাছ ।
৬. পানির নিচে এরা চোখে অনেক বেশি দেখে ।
৭. সব থেকে বড় পেঙ্গুইন হল এম্পারর পেঙ্গুইন এবুং প্রতিটার ওজন ৯০ পাউন্ডের বেশী হয় ।
৮. হলুদ চোখ পেঙ্গুইন সব থেকে বিরল প্রজাতির পেঙ্গুইন এবং ৫০০০ টি এ জাতীয় পেঙ্গুইন পৃথিবীতে বেঁচে আছে ।
৯. পেঙ্গুইনরা খুবই সামাজিক এবং দলবদ্ধ ভাবে বসবাস করে আর একই বাসা সারা জীবন ব্যবহার করে মানুষের মত ।
১০. বন্য পেঙ্গুইন ১৫-২০ বছর বেঁচে থাকে এবং তাদের এই জীবনে তারা ৭৫ভাগ সময় সমুদ্রে বসবাস করে।